‘মাতাজি’ নির্মলা সীতারমন, ক্ষুব্ধ সাংসদদের জবাব দিল কংগ্রেস

'প্রত্যেক মহিলাকে সম্বোধন করার জন্য 'আম্মা' ব্যবহার করা হয়'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nirmala sitaramann.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে 'মাতাজি' জিবে বলে সম্বোধন করেন। সেই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি এদিন বলেন, “মল্লিকার্জুন খাড়গে কর্ণাটক থেকে এসেছেন এবং প্রত্যেক মহিলাকে সম্বোধন করার জন্য 'আম্মা' ব্যবহার করা হয়৷ "মাতাজি' 'আম্মা'-এর অনুবাদ মাত্র৷ নির্মলা সীতারমনকে সম্মানই জানিয়েছেন তিনি। এটা কোনও অপমান নয়। মল্লিকার্জুন খাড়গে গোটা দেশের অনুভূতি প্রকাশ করেছেন। খাড়গে জি সেই সমস্ত রাজ্যের নামই দিয়েছেন যারা বাজেটে কিছুই পায়নি”।

 

nirmala hty.jpg

Adddd