কৃষি যোজনা নিয়ে বড় ঘোষণা করে দিলেন নির্মলা সীতারামন

'এর লক্ষ্য সাংস্কৃতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nirmala 24

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিন বাজেট পেশের সময় বলেন, “প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা - কৃষি জেলা উন্নয়নশীল কর্মসূচি। আমাদের সরকার রাজ্যগুলির সাথে অংশীদারিত্বে একটি প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা গ্রহণ করবে। বিদ্যমান প্রকল্প এবং বিশেষ ব্যবস্থাগুলির সমন্বয়ের মাধ্যমে, এই কর্মসূচিটি নিম্ন উৎপাদনশীলতা, মাঝারি ফসলের তীব্রতা এবং গড়ের চেয়ে কম ঋণের পরিমিতি সহ ১০০টি জেলাকে কভার করবে। এর লক্ষ্য সাংস্কৃতিক উৎপাদনশীলতা বৃদ্ধি করা”।

x