সেরার সেরা বিশ্ববিদ্যালয় কোনটা? কত নম্বরে যাদবপুর? জেনে নিন

উচ্চ মাধ্যমিক, কলেজে পাশ করার পর সকলেরই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে নিশ্চয়ই। তবে আপনিও যদি সদ্য কলেজ পাশ হয়ে থাকেন তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন তা নিয়ে একটি তালিকা প্রকাশ করল কেন্দ্র।

author-image
SWETA MITRA
New Update
ju.jpg

নিজস্ব সংবাদদাতাঃ উচ্চ মাধ্যমিক, কলেজে পাশ করার পর সকলেরই ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকে নিশ্চয়ই। তবে আপনিও যদি সদ্য কলেজ পাশ হয়ে থাকেন তাহলে কোন বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন তা নিয়ে একটি তালিকা প্রকাশ করল কেন্দ্র। আজ সরকারের পক্ষ থেকে শিক্ষা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং ন্যাশনাল ইনস্টিটিউশনাল র‍্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক ২০২৩ (NIRF Ranking)-এর তালিকা প্রকাশ করেছেন। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের। দ্বিতীয় হয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়। তৃতীয় স্থান অধিকার করেছে নয়াদিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। এদিকে চতুর্থ স্থান অধিকার করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পঞ্চম স্থানে রয়েছে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়।