ভয়াবহ বিস্ফোরণে রাজ্যে মৃত নয়, তদন্তে প্রশাসন

তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর। আহতদের শিবাকাশী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
tamil nadu edited.jpg

নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর বিরুধুনগর জেলায় একটি বাজি কারখানায় বিস্ফোরণে নয় জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে বিরুধুনগর জেলা কালেক্টর জেয়াসীলান বলেছেন, "দুর্ঘটনাটি আজ বেলা ১২ টার দিকে ঘটেছে। নয়জন মারা গেছে এবং তিনজনের অবস্থা গুরুতর। আহতদের শিবাকাশী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই প্ল্যান্টের লাইসেন্স ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।  জেলা রাজস্ব আধিকারিকের নেতৃত্বে একটি তদন্ত শুরু হবে। ইতিমধ্যেই পুলিশ, দমকল বিভাগ, শ্রম কল্যাণ বিভাগ এবং রাজস্ব বিভাগের তরফে তদন্তের জন্য চারটি গঠন করা হয়েছে। তারা অনুসন্ধান শুরু করেছে।"

 tamacha4.jpeg