নজরে জাল নোট চক্র ! একাধিক স্থানে এনআইএ-র ব্যাপক তল্লাশি অভিযান

এনআইএ জানিয়েছে, "বিহারের পাঁচটি এবং জম্মু-কাশ্মীর ও তেলেঙ্গানার একটি করে, মোট সাতটি স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।'' এনআইএ-র দাবি যে এই জাল নোটের চক্রে যে সন্দেহভাজনরা জড়িত, তারা মূলত নেপালের বাসিন্দা।

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
NIA

নিজস্ব সংবাদদাতা : ২০২৪ সালের একটি জাল নোট উদ্ধার মামলাকে কেন্দ্র করে আজ দেশের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় এনআইএ। এনআইএ জানিয়েছে, "বিহারের পাঁচটি এবং জম্মু-কাশ্মীর ও তেলেঙ্গানার একটি করে, মোট সাতটি স্থানে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।'' এনআইএ-র দাবি যে এই জাল নোটের চক্রে যে সন্দেহভাজনরা জড়িত, তারা মূলত নেপালের বাসিন্দা। মূলত ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এই জাল নোটের চক্রটি নিজের কাজ-কারবার চালায় বলে অভিমত এনআইএ-র গোয়েন্দাদের।