নিজস্ব সংবাদদাতাঃ নিষিদ্ধ জঙ্গি সংগঠন সিপিআই (মাওবাদী) কর্তৃক নরেশ সিং ভোক্তা হত্যার ঘটনায় সম্প্রতি ঝাড়খণ্ড ও বিহারের সাতটি স্থানে তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
২০১৮ সালের ২ নভেম্বর সিপিআই (মাওবাদী)- এর শীর্ষ নেতৃত্ব এবং নকশাল ক্যাডাররা নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠনের ডাকা তথাকথিত 'জন আদালত'-এ পুলিশের ইনফর্মার হিসাবে চিহ্নিত হওয়ার পরে ভোক্তাকে অপহরণ করে হত্যা করা হয়। বিহারের ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানার অন্তর্গত বাধাই বিঘা গ্রামের কাছে তাঁর দেহ পাওয়া যায়।
বিহারের গয়া ও ঔরঙ্গাবাদ জেলা এবং ঝাড়খণ্ডের পালামুতে সন্দেহভাজনদের বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারী সংস্থা। গ্রেফতার হওয়া পাঁচ কমান্ডার এবং সিপিআই (মাওবাদী)-র দুই সন্দেহভাজন ওজিডব্লিউ/সমর্থকদের আবাসিক এলাকায় তল্লাশি চালানো হয়। তল্লাশির ফলে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, মোবাইল ফোন, সিম কার্ড এবং সন্দেহজনক নথি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রথমে বিহার পুলিশ বিষয়টি সামলাচ্ছিল, কিন্তু পরে ২০২২ সালের ৪ জুন এটি এনআইএ-র কাছে হস্তান্তর করা হয়। এই মামলায় এখন পর্যন্ত মোট নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এনআইএ অজয় সিং ভোক্তার বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করে।