১০ টি জায়গায় চলছে NIA-র অভিযান

ফের বড় পদক্ষেপ নিল এনআইএ (NIA)। জানা গিয়েছে, নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানার ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।

author-image
SWETA MITRA
New Update
nia .jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় পদক্ষেপ নিল এনআইএ (NIA)। জানা গিয়েছে, নিষিদ্ধ সংগঠন খালিস্তান টাইগার ফোর্সের (কেটিএফ) সঙ্গে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানার ১০টি জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, নিষিদ্ধ এই সংগঠনের জন্য তহবিল সংগ্রহ এবং সীমান্তের ওপার থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক চোরাচালানের অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে পাঞ্জাবের নয়টি এবং হরিয়ানার একটি স্থানে অভিযান চালানো হচ্ছে। জানা গিয়েছে, এনআইএ ২০২২ সালের ২০ আগস্ট ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিল। চলতি বছরের ১৯ মে ফিলিপাইনের ম্যানিলা থেকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে  পৌঁছানোর পর পরই কানাডাভিত্তিক 'তালিকাভুক্ত সন্ত্রাসী' আরশ ধাল্লার দুই 'ওয়ান্টেড' ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করে এনআইএ।