৪০টিরও বেশি জায়গায় চিরুনি তল্লাশি চালাচ্ছে NIA, চমকে গেল দেশ

এনআইএ কর্মকর্তাদের অভিযান এখনও চলছে।

author-image
SWETA MITRA
New Update
nia maha.jpg

নিজস্ব সংবাদদাতাঃ পাঁচ রাজ্যে বিধানসভা ভোট মিটতেই ফের একবার সক্রিয় হয়ে উঠল এনআইএ (NIA)। আজ শনিবার ৯ ডিসেম্বর সকাল থেকে কর্ণাটক ও মহারাষ্ট্রের প্রায় ৪৪টি স্থানে অভিযান চালাচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)। জানা গিয়েছে, বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার মাধ্যমে দেশজুড়ে সন্ত্রাসী হামলা চালানোর ষড়যন্ত্র সংক্রান্ত একটি মামলায় এই অভিযান চালানো হচ্ছে। আইএসকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করা হয়।

জানা গিয়েছে, শনিবার সকাল থেকে ৪৪টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। এর মধ্যে একটিতে কর্ণাটকে অভিযান চালানো হয়েছে। একই সময়ে এনআইএ কর্মকর্তারা পুনেতে ২টি, থানে রুরালে ৩১টি, থানে সিটিতে ৯টি এবং ভায়ন্দরে একটি জায়গায় অভিযান চালায়। এনআইএ ভারতে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে দেওয়ার জন্য সন্ত্রাসবাদী সংগঠনটির পরিকল্পনা ব্যর্থ করার জন্য ব্যাপক তদন্ত চালাচ্ছে। এর আগেও একই ধরনের অভিযান চালানো হয়েছে, যেখানে অনেক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।