নিজস্ব সংবাদদাতাঃ আজ শুক্রবার সাত সকালেই চারটি স্থানে তল্লাশি চালালো NIA। সূত্র মারফত জানা গিয়েছে যে, সন্ত্রাসী ষড়যন্ত্রের মামলায় পাঞ্জাবের চারটি স্থানে তল্লাশি চালাচ্ছে NIA।
National Investigation Agency (NIA) is carrying out searches at four locations in Punjab in a terror conspiracy case. pic.twitter.com/KiMpTPxuBw
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সন্ত্রাসী ষড়যন্ত্রের মামলায় পাঞ্জাব ছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লিতেও তল্লাশি অভিযান চালিয়েছে।
সূত্র মারফত আরও জানা গেছে যে, বেশ কয়েকটি ফ্রন্টাল সংগঠন এবং ছাত্র শাখাগুলিকে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালানোর লক্ষ্যে নকশাল মতাদর্শ প্রচারের পাশাপাশি ক্যাডারদের অনুপ্রাণিত ও নিয়োগ করার দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ক্ষেত্রে আরও উল্লেখ্য যে, উত্তর প্রদেশের প্রয়াগরাজ, চান্দৌলি, বারাণসী, দেওরিয়া এবং আজমগড় জেলার আটটি স্থানে অভিযুক্ত এবং সন্দেহভাজনদের বাড়িতেও অভিযান চালানো হয়েছিল। সেই অভিযানে মোবাইল ফোন, ল্যাপটপ, পেন ড্রাইভ, কমপ্যাক্ট ডিস্ক এবং মেমরি কার্ড, বেশ কয়েকটি ডিজিটাল ডিভাইস, সিম কার্ড, নকশাল সাহিত্য, বই, প্যামফলেট, পকেট ডায়েরি, অর্থ রসিদ বই এবং অন্যান্য অপরাধমূলক নথিসহ একাধিক গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে।