নিজস্ব সংবাদদাতাঃ ফের বড় সিদ্ধান্ত নিল এনআইএ (NIA)। জানা গিয়েছে, আজ বুধবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার ফুলওয়ারি শরীফ মামলায় কর্ণাটক, কেরালা ও বিহারের প্রায় ২৫টি জায়গায় তল্লাশি চালাচ্ছে এনআইএ। জানা গিয়েছে,
বিহারের ফুলওয়ারি শরিফে নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিএফআইয়ের সন্দেহভাজন মডিউলের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে বুধবার সারা দেশে ২৫টি জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।
পিএফআই সম্পর্কিত মামলায় এনআইএ দক্ষিণ কন্নড়ের কয়েকটি জেলা সহ কর্ণাটকের ১৬ টি জায়গায় অভিযান চালাচ্ছে। বিহারের কাটিহারের হাসানগঞ্জ থানা এলাকার ইউসুফ টোলায় পিএফআই নেতা মহম্মদ নদভির আত্মীয়ের কাছে পৌঁছেছে এনআইএ।
সম্প্রতি এই মামলায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে এবং তল্লাশির সময় তাদের কাছ থেকে পিএফআই সম্পর্কিত বেশ কয়েকটি আপত্তিকর নিবন্ধ এবং নথি বাজেয়াপ্তও করা হয়েছে। গত বছরের ১২ জুলাই বিহারের পাটনা জেলার ফুলওয়ারি শরীফ থানায় মামলাটি দায়ের করা হয় এবং গত বছরের ২২ জুলাই এনআইএ পুনরায় নথিভুক্ত করে।