বিএসএফ কনভয়ে সন্ত্রাসী হামলা! সম্পত্তি বাজেয়াপ্ত দুই সন্ত্রাসীর

লস্কর-ই-তৈবার (এলইটি) দুই প্রধান সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল জাতীয় তদন্ত সংস্থা।

author-image
Aniruddha Chakraborty
New Update
k,mnb ক

file pic

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় ২০১৫ সালে বিএসএফ কনভয়ের ওপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে লস্কর-ই-তৈবার (এলইটি) দুই প্রধান সদস্যের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। আজ যে দুই অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, তাদেরও পরে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে জম্মুর এনআইএ স্পেশাল কোর্টে বিচার চলছে।

এনআইএ-র বিশেষ আদালতের সাম্প্রতিক নির্দেশ অনুসারে জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলার খুদওয়ানি গ্রামে ফায়াজ আহমেদ ইতুর একতলা আবাসিক বাড়ি এবং অবন্তিপোরায় খুরশীদ আহমেদ ভাটের দুটি প্লট সহ চারটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।  

hire