নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ এনআইএ জানিয়েছে, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের সময় নির্বাচনী দলের কনভয়ে সিপিআই (মাওবাদী) নেতৃত্বাধীন আইইডি হামলার ঘটনায় বৃহস্পতিবার ছত্তিশগড়ের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)।
এনআইএ আরও জানিয়েছে, "এই মামলার তদন্তের অংশ হিসাবে এনআইএ দলগুলো গরিয়াবন্দ জেলার বাদেগোবরা গ্রামের নকশাল-অধ্যুষিত এলাকায় ছয় সন্দেহভাজনের বাড়িতে ব্যাপক তল্লাশি চালায়। নিষিদ্ধ সিপিআই (মাওবাদী) সংগঠনের মইনপুর-নুয়াপাড়া ডিভিশনের ওভারগ্রাউন্ড ওয়ার্কার (ওজিডব্লিউ) বা সমর্থক হিসাবে কাজ করা সন্দেহভাজনদের আস্তানা থেকে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি মোবাইল ফোন এবং নগদ ২,৯৮,০০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।"