Terror Funding Case: জম্মু-কাশ্মীরের ১৬টি জায়গায় তল্লাশি চালাল এনআইএ

জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীকে অর্থায়নের মামলায় তল্লাশি চালিয়েছে।

author-image
Aniruddha Chakraborty
New Update
bnb vব

নিজস্ব সংবাদদাতাঃ জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিভিন্ন জায়গায় জামায়াতে ইসলামীকে অর্থায়নের মামলায় তল্লাশি চালিয়েছে। জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) প্রায় এক দশক আগে সন্ত্রাসবাদে অর্থায়নের মামলায় একটি মামলা দায়ের করেছিল।

সূত্রের খবর, সন্ত্রাসবাদীদের অর্থায়ন মামলায় চলমান তদন্তের জন্য আজ সকাল থেকে জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় অভিযান চালানো হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ও আধাসামরিক বাহিনীর সঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বারামুল্লার ১১টি এবং কিস্তওয়ারের পাঁচটি স্থানে তল্লাশি চালিয়েছে।



অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানান, নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি ও জঙ্গিবাদে জড়িতদের আবাসিক বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

ad.jpg