নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে চলমান জাতিগত অস্থিরতাকে কাজে লাগিয়ে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার জন্য মায়ানমার ও বাংলাদেশ ভিত্তিক সন্ত্রাসী সংগঠনগুলোর নেতৃত্বের আন্তঃদেশীয় ষড়যন্ত্র সম্পর্কিত একটি মামলায় মণিপুর পুলিশের সঙ্গে গোয়েন্দা-ভিত্তিক যৌথ অভিযানে শনিবার সেমিনলুন গাংতেকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)। গত ১৯ জুলাই এনআইএ স্বতঃপ্রণোদিত হয়ে মামলাটি দায়ের করে।
এনআইএ-র তদন্তে জানা গিয়েছে, মায়ানমার ও বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলো বিভিন্ন নৃগোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি এবং ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার উদ্দেশ্যে ভারতে জঙ্গি নেতাদের একটি অংশের সঙ্গে সহিংসতায় লিপ্ত হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এনআইএ এক বিবৃতিতে বলেছে, "এই উদ্দেশ্যে, নেতৃত্ব অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য ধরণের সন্ত্রাসী সরঞ্জাম সংগ্রহের জন্য তহবিল সরবরাহ করছে, যা সীমান্তের ওপার থেকে এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসবাদী সংগঠনগুলোর কাছ থেকে সংগ্রহ করা হচ্ছে, যাতে মণিপুরে বর্তমান জাতিগত সংঘাত উস্কে দেওয়া যায়।"