নিজস্ব সংবাদদাতা: কর্ণাটকের দক্ষিণ কন্নড় জেলার বেলারে গ্রামে বিজেপি নেতা প্রবীণ নেত্তারুকে 2022 সালের জুলাই মাসে নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) এর সদস্যদের দ্বারা নির্মমভাবে হত্যা করার ঘটনায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) ২১ তম অভিযুক্তকে গ্রেফতার করেছে। তার নাম আতেক আহমেদ। এই তথ্য দিল এনআইএ।