নিজস্ব সংবাদদাতা:জাতীয় তদন্ত সংস্থা নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার সাথে যুক্ত ২০১৯-এর তামিলনাড়ু রামালিঙ্গম হত্যা মামলায় দুই পলাতক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত অভিযুক্তরা হলেন আব্দুল মাজিথ এবং শাহুল হামিদ, দুজনেই তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার বাসিন্দা।এই তথ্য দিল জাতীয় তদন্ত সংস্থা।