নিজস্ব সংবাদদাতা: কামাখ্যাগামী নর্থ-ইস্ট এক্সপ্রেস রঘুনাথপুর স্টেশনে এসে গতকাল রাতে লাইনচ্যুত হয়ে গেছে। এই নিয়ে উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বললেন, 'আজ ভোর ২টো পর্যন্ত উদ্ধারকার্য চলেছে। ঘটনাস্থলে আর কোনও যাত্রী নেই। প্রত্যেককে উদ্ধার করা হয়েছে। যাত্রীরা দানাপুর থেকে পুনরায় তাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে আজ ভোর ৫টা নাগাদ। আজ রাত ১১ টা নাগাদ কামাখ্যা রেল স্টেশনে ট্রেনটি পৌঁছানোর কথা। দানাপুর থেকে আনুমানিক ১০০০ যাত্রী আবার তাদের যাত্রা শুরু করেছে যাদের মধ্যে ৫০ থেকে ৬০ শতাংশ যাত্রী অসমের। মৃতদের পরিবারের জন্য ইতিমধ্যেই ১০ লাখ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করেছে রেল মন্ত্রক। গুরুতর আহতদের জন্য ২.৫০ লক্ষ এবং অল্প আঘাতপ্রাপ্তদের জন্য ৫০০০০ টাকা আর্থিক অনুদানের ঘোষণা করা হয়েছে'।