নতুন সরকার গড়তেই নতুন গবেষণা, বিল গেটসকে জানালেন মোদি

এটি ছিল 'ভাইরাস বনাম সরকার' নয়, 'ভাইরাস বনাম জীবন'-এর লড়াই।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
modi qwrs.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: বিল গেটসের সাথে সাক্ষাৎকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানে ফের একবার গুরুত্ব পেল করোনা ভাইরাস। COVID-19 মহামারী চলাকালীন ভারতে টিকাদান অভিযানের কথা এদিন স্মরণ করেন মোদি।

প্রধানমন্ত্রী বলেন, “প্রথমত, আমি জোর দিয়েছিলাম যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই আমাদের সকলের। এটি ছিল 'ভাইরাস বনাম সরকার' নয়, 'ভাইরাস বনাম জীবন'-এর লড়াই। এটি ছিল আমার প্রথম দর্শন। দ্বিতীয়ত, আমি সরাসরি যোগাযোগ শুরু করি। প্রথম দিন থেকেই আমার দেশের মানুষ, আমি প্রকাশ্যে সব প্রটোকল অনুসরণ করা শুরু করি। আমি তাদের এমনও বলেছিলাম 'হাততালি দাও', 'থালা বাজাও', 'দিয়া জ্বালাও' - আমাদের দেশে এই নিয়ে ঠাট্টা করা হয়েছিল কিন্তু আমাকে জনগণকে আস্থা দিতে হয়েছিল, যে সব ঠিক হয়ে যাবে”।

publive-image

“এই সবে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, এটি একটি গণআন্দোলনে পরিণত হয়েছিল। ভ্যাকসিন গবেষণার খরচের কারণে আর্থিক চ্যালেঞ্জ ছিল তাৎপর্যপূর্ণ। আমি সবার আগে ভ্যাকসিন নিয়ে মানুষের আস্থা তৈরি করি। আমার ৯৫ বছর বয়সী মাও ভ্যাকসিন নিয়েছিলেন। যখন আমার নতুন সরকার গড়ে উঠবে, আমি জরায়ুর ক্যান্সারের গবেষণায় প্রচুর বিনিয়োগ করব”।

modi bill gatesq2.jpg

Add 1