মিলল না স্বস্তি, আগামী ৫ দিন জেলেই থাকতে হবে হেমন্ত সোরেনকে

সুপ্রিম কোর্টে দায়ের করা রিট পিটিশনেও ধাক্কা খেতে হল হেমন্ত সোরেনকে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
hemant-aspera.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: একদিনের ইডি হেফাজত শেষে আজ ফের ইডির বিশেষ আদালতে পেশ করা হয় ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। তবে গতকাল যে বিশ্বাসটা নিয়ে ইডির হেফাজতে গিয়েছিলেন তিনি, আজ সেই বিশ্বাস ফলল না। সুপ্রিম কোর্টে দায়ের করা রিট পিটিশনেও ধাক্কা খেতে হল হেমন্ত সোরেনকে। এদিন সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের আইনজীবী কপিল সিব্বলকে মামলার বিচারপতি বলেন, হাইকোর্টেও এই রিট পিটিশন দাখিল করা যেত। সরাসরি সুপ্রিম কোর্টে চলে আসার কোনও মানে ছিল না। ফলে স্বাভাবিক ভাবে সেখানে ধাক্কা খান হেমন্ত সোরেন।

এদিকে, ইডির বিশেষ আদালতেও ফিরতে হয় খালি হাতে। আগামী ৫ দিন ইডি হেফাজতেই থাকতে হবে তাঁকে। এই মামলার পরবর্তী শুনানি আগামী ৭ ফেব্রুয়ারি।

 

স্ব

স

স