নিজস্ব সংবাদদাতা: গত বছর ভালোই তুষারপাত দেখেছে ভূ-স্বর্গ। ঘন তুষারের চাদরে ঢাকা পড়েছে জম্মু-কাশ্মীরের একাধিক এলাকা। উপত্যকার ভ্রমণ বাড়তিই আনন্দ দিয়েছে পর্যটকদের। সেই একই প্রত্যাশা নিয়ে নতুন বছরেও ভিড় জমছে জম্মু ও কাশ্মীরে। নতুন বছরেও দেখা মিলবে তুষারপাতের, এমনটাই আশা রাখছেন তারা। অবশ্য উপত্যকাও পর্যটকদের খালি হাতে ফেরাচ্ছে না। নতুন বছরের প্রথম দিন শ্রীনগরে বরফের পাতলা চাদর দেখা গেল। গত রাতেই এখানে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। তখনই বোঝা গিয়েছিল এখানে বরফ পড়তে পারে। আর তেমনটাই ঘটল সকাল থেকে। ঝিরঝিরে তুষারপাত দিয়েই শুরু হল শ্রীনগরের সকাল।