নিজস্ব সংবাদদাতা: আচমকা শীত স্তব্ধ হয়ে গেছে। যেন হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েছে ঠান্ডা। বছর শেষে এরকম আবহাওয়া শেষ কবে দেখা গিয়েছিল, তা মনে করতে পারছেন না অনেকেই। মরশুমের প্রথম দিকে ঠান্ডার ঝোড়ো দাপট বেশ ভালোই দেখেছে দেশবাসী। জম্মু-কাশ্মীর, সিমলা-মানালি দেখেছে ভারী তুষারপাত। তবে হঠাৎ করে সেই সব গতিতে পড়েছে দাঁড়ি। তবে এবার শীতপ্রেমীদের জন্যে সুখবর শোনালেন আইএমডি বিজ্ঞানী ডঃ নরেশ কুমার।
এদিন তিনি বলেন, “পাকিস্তান এবং পার্শ্ববর্তী অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী ২-৩ দিনের জন্য পশ্চিম হিমালয় অঞ্চলকে প্রভাবিত করতে পারে, যার ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তুষারপাত হতে পারে৷ আমরা একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা আশা করছি ৪ জানুয়ারি থেকে। যার ফলে উত্তর-পশ্চিম ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, জম্মু-কাশ্মীরে ভারী তুষারপাত এবং হালকা থেকে মাঝারি তুষারপাত হতে পারে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। আমরা পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে তাপমাত্রায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আশা করি না। উত্তর-পশ্চিম ভারতে একটি শৈত্যপ্রবাহ অনুভূত হতে পারে। আগামী ২৪ ঘন্টার জন্য পাঞ্জাব এবং হরিয়ানায় ব্যাপক হারে ঠান্ডা পড়তে পারে বলেই মনে করা হচ্ছে, যেখানে আমরা আজকের জন্য একটি কমলা সতর্কতা জারি করেছি”।