নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড় বিপর্যয়ের ল্যান্ডফলের সময় যতোই এগিয়ে আসছে উপকূলবর্তী এলাকাগুলিতে ততোই যেন আশঙ্কা করা হচ্ছে ঝড়ের তান্ডবের। দ্বারকার এসডিএম পার্থ তালসানিয়া অবশ্য জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি পশ্চিম দিকে সরে গিয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে দ্বারকায় ল্যান্ডফল করার সম্ভাবনা নেই। উপকূলীয় এলাকা থেকে প্রায় সাড়ে চার হাজার মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। বিপর্যয় মোকাবিলায় দ্বারকা ও ওখায় একটি করে এনডিআরএফ দল এবং এসডিআরএফ ও সেনা দলের দল রয়েছে।