নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি শেষ হয়ে গেছে আয়কর রিটার্ন ফাইলের সময়সীমা। ৩১ জুলাই অবধি বিনামূল্যে আয়কর রিটার্ন ফাইল করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এই তারিখের মধ্যে যদি কেউ আয়কর রিটার্ন ফাইল না করে থাকেন, তাহলে তাদের জন্যও রয়েছে রিটার্ন ফাইলের ক্ষেত্রে সুযোগ। এবার আয় অনুযায়ী জরিমানা দিয়ে আয়কর রিটার্ন ফাইল করতে পারেন যে কোনও ভারতীয় করদাতা। ৩১ জুলাইয়ের আগে যাঁরা আয়কর রিটার্ন দাখিল করেছেন তাঁদের জন্য রয়েছে এক গুরুত্বপূর্ণ আপডেট।
যদি ৩১ জুলাই, ২০২৩-এর মধ্যে প্যান এবং আধার লিঙ্ক করা না হয়ে থাকে, তাহলে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হবে। উপরন্তু PAN কার্ডের মেয়াদ শেষ হয়েছে নির্ধারিত তারিখের পরে এবং ফলস্বরূপ করদাতারা রিটার্নের দাবি জমা দিতে পারবেন না। এই বিষয়ে e-KYC এবং আধার প্রমাণীকরণ পরিষেবাগুলি আজ রাত ১১ টা থেকে ১৩ ই আগস্ট সকাল ৫ টা পর্যন্ত কার্যকর থাকবে না বলেই জানা গেছে।