নিজস্ব সংবাদদাতা: বিগত দশক থেকে প্রতিটি ভারতবাসীকে বৈধ সরকারি পরিচয়পত্র দেওয়ার কাজটি গতি পেয়েছে। গতি এনেছে আধার কার্ড। বর্তমান সময়ে শুধুমাত্র গুরুত্বপূর্ণ নয়, আধার কার্ডকে অত্যাবশ্যকীয় নথি বললেও ভুল হবে না। কারণ নানা কাজে ব্যবহার করা হচ্ছে আজকাল এই আধার কার্ড।
যাদের ১০ বছরের পুরনো আধার কার্ড তাদের সেই কাজটি গত ১৫ ই জুলাইয়ের মধ্যে সেরে নিতে নির্দেশ দিয়েছিল কেন্দ্র। যে কোনও বৈধ নথি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করাকে বাধ্যতামূলক ঘোষণা করেছিল কেন্দ্র সরকার। এই তারিখ পর্যন্ত কাজটি করা যেত বিনামূল্যে। তবে এবার খুশির খবর দিল সরকার। আরো ৩ মাস এই কাজটি করার জন্য সময়সীমা বাড়িয়ে দিয়েছে সরকার। এই কাজটি আগামী ১৪ ই সেপ্টেম্বর অবধি বিনামূল্যে করতে পারবেন আপনি। তারপর এই কাজটি করতে হলে আপনাকে এর জন্য জরিমানা দিতে হবে। আগামী ১৪ ই সেপ্টেম্বর আর ১১ দিন সময় আছে হাতে।