নিজস্ব সংবাদদাতা: আধার কি নাগরিকত্ব বা ঠিকানার প্রমাণ হিসেবে যথেষ্ট? এবার উঠছে নানা প্রশ্ন। তৈরী হয়েছে বিভ্রান্তি। তবে এবার সব প্রশ্নের উত্তর দিল ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। কলকাতা হাইকোর্টে জানানো হয় যে আধার নম্বর নাগরিকত্ব বা বাসস্থানের প্রমাণপত্র নয়।
আইনজীবী লক্ষ্মী গুপ্তা জানান যে আধার সেই সমস্ত নাগরিকদের দেওয়া হয় যারা এই দেশে ১৮২ দিন ধরে আছেন। ফলে তারা সরকারি ভর্তুকি পাওয়ার উপযুক্ত।এবার আইনজীবী দাবি করেছেন যে UIDAI কোনও বিদেশি ব্যক্তি যিনি ভিসার মেয়াদ ফুরিয়ে গেলেও ভারতে থাকছেন তার আধার কার্ডকে নিষ্ক্রিয় করে দেওয়া হতে পারে।