SSC: OMR শিট জমা সুপ্রিম কোর্টে! কবে হচ্ছে শুনানি?

গত ৭ জুলাই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনের সুপারিশে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসেবে যে ৫৫০০ জনকে নিযুক্ত করেছে তাঁদের সবার OMR শিট ওয়েবসাইটে প্রকাশ করার জন্য।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
supreme court

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার শুনানি করা হতে চলেছে আগামী শিক্ষক দিবসেই। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। আর ওইদিনই সুপ্রিম কোর্টে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলার পরবর্তী শুনানি করা হবে বলে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি সামনে আসার পর একের পর এক মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলা পৌঁছেছে সুপ্রিম কোর্টে। শুনানির দিন ঠিক করে শুক্রবার বিচারপতি অনিরুদ্ধ বসু সরস মন্তব্য করলেন যে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস আর সেইদিনই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি হবে। 

গত ২৫ জুলাই বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি বেলা ত্রিবেদীর বেঞ্চ রাজ্যে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় স্কুল সার্ভিস কমিশনকে মুখ বন্ধ খামে উত্তরপত্র বা ওএমআর শিট জমা দিতে নির্দেশ দিযেছে। সেই খামবন্দি ওএমআর শিট জমা দেওয়া হয়েছে।