ট্রেনে আগুন, মৃত ৯, হাড়হিম করা অভিজ্ঞতা যাত্রীদের

মাদুরাইয়ের জেলা কালেক্টর এম এস সংগীতা জানিয়েছেন, আজ ভোর সাড়ে ৫টায় মাদুরাই রেলস্টেশনে দুর্ঘটনা ঘটে। কোচটিতে যাত্রীরা ছিলেন এবং তারা উত্তর প্রদেশ থেকে ভ্রমণ করছিলেন।

author-image
SWETA MITRA
আপডেট করা হয়েছে
New Update
train dead.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ শনিবার তামিলনাড়ুর মাদুরাই রেলস্টেশনে যাত্রীবাহী ট্রেনের বগিতে আগুন লেগে কমপক্ষে  জনের মৃত্যু হয়েছে এবং আরও ২০ জন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে উদ্ধার কাজ চলছে। এদিকে এই ট্রেনের মধ্যে থাকা কিছু যাত্রী তাঁদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন। রেখা নামের এক যাত্রী জানান, "আমি মিডল বার্থে শুয়ে ছিলাম এবং আগুনের কথা শুনেছিলাম... আমরা সবাই কিছুক্ষণের মধ্যে দৌড়ে গিয়ে জানালায় পৌঁছলাম কিন্তু তা তালাবন্ধ ছিল। তারপর আমরা কোনোভাবে তা খুলে দিলাম। যারা পিছনে ছিলেন তারা দৌড়ে ছিলেন এবং যারা সামনে বসেছিলেন তারা আটকে পড়েছিলেন। এই হুড়োহুড়িতে অনেকেই আহত হন।"   অন্যদিকে অশোক কুমার নামের আরও একজন রেল যাত্রী জানান, "আমরা ঘুমিয়ে ছিলাম এবং হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে এবং দরজাগুলি চারদিকে তালাবদ্ধ ছিল, জানালাগুলিও বন্ধ ছিল। আমরা চাবিগুলি খুঁজে পাইনি এবং তারপরে আমরা একজোড়া প্লেয়ার খুঁজে পেয়ে দরজা ভেঙে ফেলি। কেউ কেউ পালাতে সক্ষম হয়েছেন, বাকিরা আটকে পড়েছিলেন। আমরা আমাদের লাগেজ এবং জিনিসপত্র ট্রেনেই রেখে এসেছি।“   

 impact

জানা গিয়েছে, যে বগিতে আগুন লেগেছে, সেটি ছিল একটি প্রাইভেট পার্টি কোচ, অর্থাৎ পুরো বগিটি একজন ব্যক্তি বুক করেছিলেন। যাত্রীরা উত্তরপ্রদেশের লখনউ থেকে মাদুরাই যাচ্ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভানোর কাজে নিয়োজিত রেলকর্মীরা ছাড়াও পুলিশ, দমকল উদ্ধারকর্মীরা বগি থেকে মৃতদেহগুলি বের করে আনে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ট্রেনটি রামেশ্বরমের দিকে যাচ্ছিল। ট্রেনটির নাম হল পুনালুর মাদুরাই এক্সপ্রেস। যে কোচে আগুন লেগেছিল তার বেশিরভাগ যাত্রী লখনউ থেকে এসেছিলেন। যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের বেশির ভাগই উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিন ভোর সোয়া ৫টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সেই সময় ট্রেনটি মাদুরাই ইয়ার্ড জংশনে থামে। সকাল সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাকি কোচগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

 

আগুন লাগার খবর পেয়ে অনেক যাত্রী কোচ থেকে বেরিয়ে আসেন। কয়েকজন যাত্রী প্লাটফর্মে নেমে যান। কোচের যাত্রীরা ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিলেন। ২৭ আগস্ট তাঁদের চেন্নাই যাওয়ার কথা ছিল। চেন্নাই থেকে লখনউতে ফেরার পরিকল্পনা ছিল তাঁদের। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রের মধ্যে একটি সিলিন্ডার ও এক বস্তা আলু পাওয়া গেছে। এটি দেখায় যে খাবারটি বগিতে রান্না করার চেষ্টা করা হয়েছিল।