নিজস্ব সংবাদদাতাঃ জালিয়াতি রুখতে ইউপিএসসি পরীক্ষায় আসছে নতুন কড়া নিয়ম। সূত্র মারফত জানা গিয়েছে যে, পূজা খেড়করকাণ্ডের পরীক্ষায় জালিয়াতির পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
/anm-bengali/media/post_attachments/d0b6e40568e9258d9c1b4352579b4baee592ac5d12eca53879ca8652e750f5df.jpg?w=414)
জানা গিয়েছে যে, এবার পরীক্ষায় চালু হতে পারে নতুন বায়োমেট্রিক যাচাই-পদ্ধতি। এই পদ্ধতির ফলে কেউ আর কখনও নাম ভাঁড়িয়ে পরীক্ষায় বসতে পারবে না। এছাড়াও, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কড়া সিসিটিভি নজরদারিও চালু হবে।
/anm-bengali/media/post_attachments/131efed9b31978629096a15d9a52861c32e194393359f60ba9a998ca52b519e8.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)