নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি শহরের দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণ করতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পনেরটি বিষয়ের এক তালিকা বের করেছেন, যা শহরে আসন্ন শীত মৌসুম থেকে কার্যকরী হবে। এবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই ৩ অক্টোবর, মঙ্গলবার 'গ্রিন ওয়ার রুম' (Green War Room) চালু করেছেন। এটি শহরে দূূষণের পরিমাণকে কমাতে সাহায্য করবে। শহরে কেউ দূষণ ছড়ানোর সাথে সাথে দিল্লির নাগরিকরা একটি ছবি তুলে 'গ্রিন দিল্লি অ্যাপে' পোস্ট করতে পারেন। এটি সরাসরি ওয়ার রুম টিমের কাছে নথিভুক্ত হবে।
দিল্লির কোন এলাকায় কতটা দূষণ রয়েছে তাও ওয়ার রুমের মাধ্যমে দেখা যাবে। আগে এই কাজের জন্য মাত্র ৯টি দল ছিল। কিন্তু এখন তা বাড়িয়ে ১৭টি দল করা হয়েছে। এর জন্য নন্দিতা মালহোত্রাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ৩ অক্টোবর, মঙ্গলবার থেকেই মঙ্গলবার থেকে দিল্লিতে ২৪x৭ কাজ শুরু করবে এই গ্রিন ওয়ার রুম।