বড় খবর: কাল থেকে দেশজুড়ে লাগু হচ্ছে নতুন নিয়ম! নির্দেশ জারি সরকারের

রেশন কার্ডধারীদের জন্য দারুণ সুখবর। বৃহস্পতিবার থেকে রেশনের নিয়মে বড় ধরণের পরিবর্তন আসছে। নতুন নিয়মটি ভারতের ২৬৯ টি জেলাসহ একাধিক জায়গায় প্রযোজ্য হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
modismile

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: রেশন কার্ডধারীদের (Ration Cardholders) জন্য দারুণ সুখবর। বৃহস্পতিবার থেকে রেশনের নিয়মে (Ration Rule) বড় ধরণের পরিবর্তন আসছে। নতুন নিয়মটি ভারতের ২৬৯ টি জেলাসহ একাধিক জায়গায় প্রযোজ্য হবে। ফর্টিফায়েড চাল (Fortified Rice) বা সুরক্ষিত চাল (পুষ্টিগুণে সমৃদ্ধ) পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (Public Distribution System) মাধ্যমে বিতরণ করা হবে। রাজস্থানের একাধিক জেলায় ২০ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিয়ম (New Rule)। ২০২১ সালের অক্টোবর থেকে পর্যায়ক্রমে মাইক্রোনিউট্রিয়েন্টযুক্ত ফর্টিফায়েড চাল বিতরণের প্রকল্পটি শুরু করা হয়।