প্যান-ভোটার-রেশন কার্ড সব বাদ! মোদী সরকারের বড় সিদ্ধান্ত

কেন্দ্রের এক সিদ্ধান্তে এবার হবে ব্যাপক ভোগান্তি। কেন এইসব গুরুত্বপূর্ণ পরিচয়পত্র জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে বাতিল করা হল তার ব্যাখ্যা দেয়নি আধার কর্তৃপক্ষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
modi eka.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের নয়া ফরমান। আর তাতে সাধারণ মানুষের চরম হয়রানি হবে। নতুন আধার বা আধার আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় বহু নথি এবার একদম বাতিল করে দিল মোদী সরকার। জন্ম-তারিখের প্রমাণ হিসেবে বাদ দিয়ে দেওয়া হল ভোটার কার্ড, প্যান, রেশন কার্ড। বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম চালু করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। ব্যাঙ্ক-ডাকঘরে লেনদেনের জন্য এখন প্যান কার্ড থাকা দরকার। আবার আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে পাওয়া যাবে না যাবতীয় পরিষেবা। তবে এখন থেকে আধারের জন্যই এই পরিচয়পত্র আর বৈধ নয় এবং সেই সঙ্গে এই তালিকায় জুড়েছে আরও কিছু নথি। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আইডেন্টিটি কার্ড, পেনশনার কার্ড, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মার্কশিট বা সার্টিফিকেট প্রভৃতি গৃহীত হবে এখন।