নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রের নয়া ফরমান। আর তাতে সাধারণ মানুষের চরম হয়রানি হবে। নতুন আধার বা আধার আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় বহু নথি এবার একদম বাতিল করে দিল মোদী সরকার। জন্ম-তারিখের প্রমাণ হিসেবে বাদ দিয়ে দেওয়া হল ভোটার কার্ড, প্যান, রেশন কার্ড। বিজ্ঞপ্তি জারি করে এই নিয়ম চালু করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। ব্যাঙ্ক-ডাকঘরে লেনদেনের জন্য এখন প্যান কার্ড থাকা দরকার। আবার আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করালে পাওয়া যাবে না যাবতীয় পরিষেবা। তবে এখন থেকে আধারের জন্যই এই পরিচয়পত্র আর বৈধ নয় এবং সেই সঙ্গে এই তালিকায় জুড়েছে আরও কিছু নথি। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে পাসপোর্ট, সরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থার আইডেন্টিটি কার্ড, পেনশনার কার্ড, স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের মার্কশিট বা সার্টিফিকেট প্রভৃতি গৃহীত হবে এখন।