আধার দফতরের শূন্যপদে কর্মী নিয়োগ, বয়সসীমা ৫৬, জেনে রাখুন কীভাবে করবেন আবেদন

আধার দফতরের একাধিক পদে নিয়োগ শুরু হয়েছে। সেই নিয়ে জানা গিয়েছে বড় খবর।

author-image
Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
adhar officeqw1.jpg

নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই আধার দফতরে নিয়োগ করা হতে চলেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাত্‍ UIDAI দফতরে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইতিমধ্যেএই UIDAI এর তরফে এই বিষয় নিয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞতি দেওয়া হয়েছেআধার দফতরে এই নিয়োগ করা হবে। যোগ্য প্রার্থীকে মোটা অঙ্কের বেতন দেওয়া হবে।

asdcvnnb1.jpg

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অবিলম্বে এই পদের জন্য আবেদন করতে (UIDAI Recruitment 2024) পারে। কীভাবে কোথায় আবেদন করবেন জেনে রাখুন -

একাধিক শূন্যপদে এই নিয়োগ করা হবে। আধার দফতরে কাজের সুযোগ পাওয়ার জন্য অনলাইনে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। আর সেই আবেদন পত্র অফলাইনে UIDAI এর ডিরেক্টরকে পাঠাতে হবে। আর সেই ঠিকানাটি হল- Director (HR), Unique Identification Authority of India, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhiএই পদের আবেদন ১৩ মে'র মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এরপর আর আবেদন গ্রাহ্য হবে না।

asdcvnnb.jpg

এই পদে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু নথি পাঠাতে হবে সংশ্লিষ্ট ঠিকানায়। তা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে দেখে নিতে হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট তিনটি শূন্যপদে এই নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, প্রাইভেট সেক্রেটারি এবং সেকশন অফিসার

মুলত প্রার্থীকে ৫ বছরের জন্য নিযুক্ত করা হবে। যদিও তিন বছরের মধ্যে কাজ শেষ হলে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না। তিন বছরই কাজ করতে হবে।

addharcaardd.jpg

একাধিক পদের জন্য নিয়োগ করবে UIDAIসেই মতো আবেদনকারীর যোগ্যতা নিরধারণ করা হয়েছে। প্রার্থীকে এমবিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে হবে। অ্যাকাউন্টস ক্যাডারে কাজের অভিজ্ঞতা (UIDAI Recruitment 2024) থাকতে হবে। নুন্যতম পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বেশ কিছু যোগ্যতার উল্লেখ করেছে। বিস্তারিত জেনেই এই পদের জন্য আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর বয়স ৫৬ বছরের বেশি হওয়া (UIDAI Recruitment 2024) চলবে না। অর্থাৎ ৫৬ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা এই কাজের জন্য আবেদন করতে পারবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আধার অফিসে নিয়োগ করা হবে। বেশ কয়েকটি প্রক্রিয়ার মাধ্যমে এই নিয়োগ (UIDAI Recruitment 2024) করা হবে। যোগ্য প্রার্থীরা সর্বনিম্ন ৪৭,৬০০ টাকা থেকে বেতন পাবেন। সর্বোচ্চ মাসিক বেতন,৫১,১০০ টাকা রাখা হয়েছে।