চলতি মাসের শেষের মধ্যে রিপোর্ট জমা দিতে পারে

আসন্ন বাজেট সেশনে ন্যাশনাল পেনশন সিস্টেম (এনপিএস) নিয়ে একটি রিপোর্ট পেশ করা হতে পারে। সূত্র উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, এনপিএস নিয়ে কেন্দ্রীয় অর্থ সচিবের নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে, তা চলতি মাসের শেষের মধ্যে রিপোর্ট জমা দিতে পারে।

কেন্দ্রীয় সরকার আমজনতার মতামতও নিতে পারে

ওই কমিটি যে রিপোর্ট তৈরি করছে, তাতে মোটেও পুরনো পেনশন প্রকল্পে ফিরে যাওয়ার সুপারিশ করা হচ্ছে না। বরং ন্যাশনাল পেনশন সিস্টেমেই কয়েকটি পরিবর্তনের সুপারিশ করা হবে ওই রিপোর্টে। সেই রিপোর্টের ভিত্তিতে কোনও চূড়ান্ত পদক্ষেপের আগে কেন্দ্রীয় সরকার আমজনতার মতামতও নিতে পারে।