বড় বদল আনছে মোদী সরকার! মুখে হসি ফুটতে পারে সরকারি কর্মীদের

পুরনো পেনশন স্কিম কেন্দ্র সরকার ফিরিয়ে আনবে না। এর বদলে নতুন পেনশন স্কিমে বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার।

author-image
Anusmita Bhattacharya
New Update
moneyindian

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ পুরনো পেনশন স্কিম কোনওভাবেই ফিরিয়ে আনা হবে না। তবে নয়া পেনশন স্কিমে বদল আনার পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। বিগত দিনে নয়া পেনশন স্কিমের বিরোধিতায় সরব রাজ্যগুলি। রাজস্থান, ঝাড়খণ্ড, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়ের মতো একাধিক রাজ্যের সরকার পুরনো পেনশন স্কিম চালুর ঘোষণাও করে দিয়েছে। এপ্রিল মাসেই মার্কেট ভিত্তিক পেনশন স্কিম পর্যালোচনার জন্য এক কমিটি গঠন করেছে সরকার। শুধুমাত্র অ-বিজেপি শাসিত রাজ্য নয়, নয়া পেনশন স্কিমে আপত্তি জানায় কিছু বিজেপি শাসিত রাজ্যের সরকারও। কেন্দ্র সরকারি কর্মীদের মধ্যেও অসন্তোষ রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম নিয়ে। আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে পেনশন স্কিমে সংশোধনের কথা ভাবছে মোদী সরকার। 

এর আগে লোকসভায় অর্থবিল ২০২৩- এর পর্যালোচনা এবং তা পাশ করানোর সময়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান যে জাতীয় পেনশন স্কিম নতুন করে সাজানো হবে। কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়েই একসঙ্গে গঠন করবে। সরকার জানায় যে ১ জানুয়ারি, ২০০৪- এর পর থেকে নিযুক্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না।