সরকারি কর্মচারীদের পেনশন, বড় সিদ্ধান্ত মোদী সরকারের!

কিরকম কী সুবিধা এতে?

author-image
Anusmita Bhattacharya
New Update
money (1)n

নিজস্ব সংবাদদাতা: এবার সরকারি কর্মীদের বেতনের ৫০ শতাংশ পেনশন হিসেবে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর ঘোষণা করা হল কেন্দ্রীয় সরকারের নতুন প্রকল্প Unified Pension Scheme।

modii pokl1.jpg

নতুন স্কিম অনুযায়ী, কোনও ব্যক্তি নূন্যতম ২৫ বছর চাকরি করলে অবসর গ্রহণের আগের শেষ ১২ মাসের বেতনের বেসিক পে'র ৫০ শতাংশ পেনশন হিসেবে পাবেন।

 b b b bfgvhmke6

Assured family pension- এর আওতায় কোনও সরকারি কর্মীর মৃত্যু হলে তার পরিবার শেষ পেনশনের ৬0 শতাংশ পেয়ে যাবেন পেনশন হিসেবে।

FCHKM