এবার বড় আপডেট! প্যান কার্ড ব্যান?

কি সেই ঘোষণা?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
pan11

নিজস্ব সংবাদদাতা: বড় ঘোষণা করল কেন্দ্র। এবার বাজারে আসছে PAN 2.0 যা পুরনো প‍্যানকার্ডের সুরক্ষা বাড়িয়ে আরও আধুনিকীকরণ করবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হল এই নয়া প্রকল্পে। এবার বদলে দিতে হবে আপনার প্যানকার্ড।

কেন্দ্রীয় তথ‍্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানালেন যে এবার যে নতুন প‍্যানকার্ড আসবে তাতে থাকবে কিউআর কোড। সব ব্যক্তিগত তথ্য তাতে রাখা হবে একেবারে সুরক্ষিত। বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেডেশন করতে পারবেন। আধুনিকীকরনের সব খরচ দেবে সরকারই। ইজ অফ ডুইং বিজনেসের জন‍্য এ হেন সিদ্ধান্ত বলে জানিয়ে দিয়েছেন অশ্বিনী বৈষ্ণব।