নিজস্ব সংবাদদাতাঃ চাকরির বাজারে এল নতুন শব্দ। সেটি হল নেকেড রেজিগনেশন বা নগ্ন পদত্যাগ। এটির মানে হল, যারা নতুন চাকরি পাওয়ার আগেই চাকরি ছেড়ে দেয়, তাদের পদত্যাগ পত্রকেই নেকেড রেজিগনেশন বা নগ্ন পদত্যাগ বলে।