নিজস্ব সংবাদদাতাঃ আসাম সরকার (Asaam Govt) প্রধানমন্ত্রীর 'পোশন কর্মসূচি'র অধীনে রাজ্যের চা বাগান এলাকার স্কুলগুলির মধ্যাহ্নভোজে বা মিড ডে মিলে (Mid day meal) প্রতি সপ্তাহে প্রতিটি ছাত্রের জন্য তিনটি দিন ডিম (Eggs) সরবরাহ করা শুরু করেছে। আসামের শিক্ষামন্ত্রী রণোজ পেগু বলেছেন যে রাজ্য সরকার সোমবার থেকে ২,৪৯,০৪২ জন শিক্ষার্থীকে বেষ্টন করে চা বাগান এলাকার প্রায় ২,৪২৯ টি স্কুলে পিএম পোশনের অধীনে সপ্তাহে তিনটি দিন ডিম (সোমবার, বুধ ও শুক্রবার) সরবরাহ করা শুরু করেছে। মন্ত্রী পেগু ১৮ সেপ্টেম্বর, সোমবার কামরূপ-মেট্রো জেলার আমচং টি এস্টেট মডেল স্কুলের শিক্ষার্থীদের সাথে মিড-ডে মিলের জন্য যোগ দেন।
এই প্রসঙ্গে বলা বাহুল্য যে, চলতি বছরের জুলাই মাসে, আসাম মন্ত্রিসভা চা বাগান এলাকার স্কুলগুলিতে পরিবেশিত মধ্যাহ্নভোজে ডিম অন্তর্ভুক্ত করার অনুমোদন দিয়েছে। এর ফলে ছাত্র ছাত্রীদের সম্পূর্ণ পুষ্টির বিকাশ ঘটবে।