গুগলে সার্চ করলেই গায়েব টাকা! খালি হয়ে যাচ্ছে এফডি! ভয়ঙ্কর কাণ্ড

ভয়ঙ্কর সাইবার ক্রাইমের ফাঁদ পাতছে কারা?

author-image
Anusmita Bhattacharya
New Update
google-homepage.jpg

নিজস্ব সংবাদদাতা: ফ্রিজ কিনতে গিয়ে ১৪ লক্ষ টাকা গায়েব হল বৃদ্ধর। ওটিপি পিন ছাড়াই বড়সড় সাইবার ক্রাইম। উধাও সেভিংস ও ফিক্সড ডিপোজিট। ফলে লক্ষ লক্ষ টাকা প্রতারণার শিকার ওই বৃদ্ধ যার নাম সুজিত সেন। কী হয়েছিল?

ফ্রিজ কিনবেন বলে গুগলে সার্চ করতে একটি টোল ফ্রি নম্বরের খোঁজ পেয়ে বেশ কয়েকবার তিনি যোগাযোগ করেন। একটি অচেনা নম্বর থেকে তাঁর কাছে ফোন আসতেই মোট তিনটে কোম্পানির ফ্রিজ নিয়েও কথা বলেন তাঁরা। ফোনেরও বেশ কয়েকটা জায়গা টাচ করতে নির্দেশ দেওয়া হয়। তারপর থেকে আর ফোন কাজ করে না। ফোনের দোকানে গেলে জানতে পারেন সিম নষ্ট। নতুন সিম নিলে জানতে পারেন তাঁর আঁধার কার্ড লক করা। এরপর এটিএমে এ গিয়ে বৃদ্ধ দেখেন এটিএম পিনও নাকি ভুল। পরে ব্যাঙ্কে গিয়ে দেখেন অ্যাকাউন্ট থেকে ৪ লক্ষ ৩৫ হাজার ১৭ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, খালি সমস্ত ফিক্সড ডিপোজিট। 

Add 1