নিজস্ব সংবাদদাতাঃ ইউরোপীয় ইউনিয়নের কৃষি কমিশনার জানুস ওজসিচোস্কি ৭-৯ ডিসেম্বর ২০২৩ তারিখে ভারত সফরে আসছেন। তিনি কৃষি-খাদ্য খাতের ৫০+ ইইউ (EU) কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ৷ জানা গিয়েছে তিনি ৭ ই ডিসেম্বর নয়াদিল্লিতে দুটি প্রদর্শনী অর্থাৎ SIAL এবং VINEXPO-তে EU প্যাভিলিয়নের উদ্বোধন করবেন। সূত্র মারফত জানা গিয়েছে, এই সফর এবং প্রদর্শনীতে অংশগ্রহণের লক্ষ্য হল ভারতে ইউরোপীয় ইউনিয়নের কৃষি খাদ্য ও পানীয় পণ্যের রপ্তানিকে উন্নীত করা এবং তার সাথে ভারতীয় বাজারে এর উপস্থিতি সহজতর করা। এর পাশাপাশি উভয় পক্ষের ব্যবসার মধ্যে ম্যাচমেকিং করা।
এক সরকারি সূত্র মারফত জানা গিয়েছে যে, কমিশনার ওজসিচোস্কি কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী নরেন্দ্র সিং তোমর, মৎস্য, পশুপালন ও দুগ্ধ মন্ত্রী শ্রী পরশোত্তম রুপালা এবং নীতি আয়োগের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন।