নিজস্ব সংবাদদাতাঃ হাথরসকাণ্ডে মিলল নয়া তথ্য ! সূত্র মারফত জানা গিয়েছে যে, ঘটনার সঙ্গে জড়িত কয়েক জনকে গ্রেফতারও করেছে। তারা তাদের থেকে জানতে পেরেছে যে, ভোলে বাবার সঙ্গে যোগ ছিল রাজনৈতিক দলের। তাদের কাছ থেকে টাকাও আসত নিয়মিত।
/anm-bengali/media/post_attachments/d3e3c0ff0f6c9bd7a3adb9640efdfe34b90f51f7acf2e587c6dea59c1c25602e.jpg?w=414)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, এই নয়া তথ্যের ভিত্তিতে ভোলে বাবার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১২৩ জনের। তাদের পরিবারের লোকজনদের দাবী যে, যেন ঘটনার তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে দেওয়া হয়।
/anm-bengali/media/post_attachments/3ec48a23051433be3a6921afcfea49d5a625999386f546e598c485fed658a228.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)