নিজস্ব সংবাদদাতাঃ রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার নিয়মে এক নতুন পরিবর্তন এনেছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, RBI-র নতুন নির্দেশিকা অনুযায়ী, নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলির ওপর জরিমানা আরোপ করা হবেনা। আরও জানা গিয়েছে যে, ২৪ মাসের বেশি সময় ধরে যেসব অ্যাকাউন্টে লেনদেন হয়নি, সেগুলোর ওপর কোনও জরিমানা আরোপ করা হবে না।
/anm-bengali/media/media_files/6EXH1hkj2z3kJXLh0rcZ.jpg)
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, গ্রাহকদের সুবিধার জন্য বিশেষ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য এই সুবিধা ব্যাঙ্কিং পরিষেবা আরও সহজ হয়ে উঠেছে। জানা গিয়েছে যে, গ্রাহকদের সুরক্ষার জন্য এবার থেকে তাদেরকে সব রকম আপডেট এসএমএসের মাধ্যমে দিতে হবে।
/anm-bengali/media/post_attachments/cmd/resize/1200x675_90/fetchdata20/images/f7/4f/58/f74f583406aebc3a4f287f021fe81095ca63e6323cd5371f89b84397b49ff527.jpg)