নিজস্ব সংবাদদাতা: হেলেনের পরে মিল্টন ও ডানা। একের পর এক ঝড় আসছে ও তার দাপটে জনজীবন বিপর্যস্ত হচ্ছে ভারতে। বর্ষা পাকাপাকিভাবে চলে গিয়েছে। এবার ধীরে ধীরে শীতের আবির্ভাব হবে। আর তারই মধ্যে ভারতীয় মৌসম ভবন দেখল নতুন কোনও ঝড়ের আভাস মিলছে কিনা।
জানা গেল যে আগামী ৫ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হওয়ার আশঙ্কা আবহাওয়াবিদদের। এটি পরের চারদিন ধরে মোটামুটি একরকম থাকবে। তবে ৯ নভেম্বর নাগাদ ধীরে ধীরে তামিলনাড়ুর উপকূলের দিকে এগোবে। এবার জানা গেল যে আগামী এক সপ্তাহের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে একটা 'ট্রাউ অব লো' তৈরি হওয়ার সম্ভাবনা। এর সঙ্গে দক্ষিণ-পশ্চিমে তৈরি হওয়া একটা লো প্রেসার এরিয়া দেখা যাবে। তবে এটা তত তীব্র হবে না। 'ট্রাউ' হল নিম্নচাপপূর্ণ আবহাওয়া-বলয়ের একটি ব্যাপ্ত এলাকা, নিম্নচাপের কেন্দ্র থেকে যা ক্রমশ ছড়িয়ে পড়ে।
কয়েকদিন আগেই ভদ্রকের ধামরায় ১১০ কিমি প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ডানা।