নিজস্ব সংবাদদাতা: আধারের (Aadhaar Card) নিয়মে এলো বড় পরিবর্তন। সরকারির পর এবার বেসরকারি কোম্পানিতেও (Private Company) প্রামাণ্য নথি বা যাচাইকরণের জন্য বাধ্যতামূলক করা হতে পারে আধার কার্ড। এই জন্য দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছে ইলেকট্রনিক এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক (Ministry of Information Technology)। ৫ মে পর্যন্ত পরামর্শ দিতে পারবেন আপনি। পরিষেবা (Service) প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য করে তুলতেই এই কাজ করছে মন্ত্রক। কেন্দ্র সরকার (Central Govt) এই খসড়াটি সব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে।