ল্যাপটপ থেকে GST! নভেম্বরে পাল্টে যাবে ৫ নিয়ম

অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে এবং শুরু হবে নভেম্বর মাস। আগামী মাসে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। এখানে ক্লিক করে দেখে নিন এর ফলে আপনার পকেটে চাপ পড়বে কিনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
dddd

নিজস্ব সংবাদদাতা: দেখতে দেখতে শেষ হচ্ছে অক্টোবর মাস। আর দুদিন পরেই আসছে নতুন মাস নভেম্বর। প্রতিমাসের শুরুতেই দেখা যায় সরকারের তরফ থেকে বিভিন্ন ক্ষেত্রে নিয়মে নানা বদল আনা হয়। ঠিক সেই রকমই আগামী নভেম্বর মাসেও ল্যাপটপ থেকে জিএসটি ৫ নিয়মে আসছে পরিবর্তন।

১) নভেম্বর মাসে যে নিয়ম চালু হচ্ছে জিএসটিতে তাতে যে সকল ব্যবসায়ীর ব্যবসার টার্নওভার ১০০ কোটি টাকা বা তার বেশি রয়েছে তাদের ৩০ দিনের মধ্যে ই-চালান পোর্টালে জিএসটি চালান আপলোড করতে হবে। আগামী এক নভেম্বর থেকেই এই নিয়ম জারি হচ্ছে এবং নতুন নিয়ম মেনেই এগিয়ে যেতে হবে ব্যবসায়ীদের।

২) ল্যাপটপ থেকে ট্যাবলেটসহ পার্সোনাল কম্পিউটার আমদানির ক্ষেত্রে নতুন নিয়ম জারি করা হতে পারে নভেম্বর মাস থেকে। 8741 ক্যাটাগরির ল্যাপটপ, ট্যাবলেট, পার্সোনাল কম্পিউটার আমদানি করার জন্য শেষ সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে ৩০ অক্টোবর। এক্ষেত্রে কোনো ঘোষণা করা না হলেও নতুন ঘোষণা খুব তাড়াতাড়ি করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে নিয়মে পরিবর্তন করা হলে এই সকল গ্যাজেট ক্রয় করার ক্ষেত্রে দামে হেরফের হতে পারে।

৩) এখন যদি রান্নার গ্যাসের দিকে তাকানো যায় তাহলে নভেম্বর মাসে ১৪.২ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দামে কোনও হেরফের হবে না এমনটাই আশা করা হচ্ছে। তবে দামে হেরফের হয়ে যেতে পারে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারে। এক্ষেত্রে যদি দাম বাড়ে তাহলে পকেটে টান পড়বে আর দাম কমলে পকেট ভরবে।

৪) অক্টোবর মাসের ২০ তারিখ বম্বে স্টক এক্সচেঞ্জ ঘোষণা করে জানায় যে ১ নভেম্বর থেকে ইক্যুইটি ডেরিভেটিভ সেগমেন্টে লেনদেনের ফি বাড়িয়ে দেওয়া হবে। এই সিদ্ধান্তের বিরোধিতা করা হয়েছে। কারণ এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তবে বিরোধিতা করা হলেও এখনও এই ধরনের চার্জ তুলে নেওয়ার বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি।

৫) অ্যামাজনের তরফ থেকে আগামী ১ নভেম্বর অ্যামাজন কিন্ডলের সাপোর্টেড কিছু ফাইল রিমুভ করা শুরু করে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে MOBI। তাই ব্যবহারকারীরা এই ধরনের ফাইল সরবরাহ করার ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে পারেন।