নিজস্ব সংবাদদাতা:স্বরেল নামে একটি নতুন সুপার অ্যাপ এনেছে রেল মন্ত্রক। এই অ্যাপে সাধারণ মানুষের কাছে রেলওয়ের সমস্ত পরিষেবা পাবেন যাত্রীরা। ভারতীয় রেলওয়ের এই নতুন সুপার অ্যাপটি সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) তৈরি করেছে। বর্তমানে এটি প্লে স্টোরে রয়েছে।
রিজার্ভেশন টিকিট বুকিং, প্ল্যাটফর্ম টিকিট কাটা, পার্সেল বুকিং, অসংরক্ষিত টিকিট কাটা, পিএনআর ডেটা এবং খাবারের অর্ডার এবং অভিযোগ ইত্যাদি সুবিধা পাবেন।