নিজস্ব সংবাদদাতা: বাজারে আসতে চলেছে নতুন ৫০ টাকার নোট। বুধবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) এক বিবৃতিতে জানিয়েছে এই খবর। নতুন নোটে বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। তবে প্রশ্ন উঠছে—তাহলে কি পুরনো ৫০ টাকার নোট বাতিল হতে চলেছে?
আরবিআই সূত্রে খবর, নতুন ৫০ টাকার নোটের নকশা বর্তমান মহাত্মা গান্ধী সিরিজের অন্যান্য নোটের মতোই হবে। নোটের আকার হবে ৬৬ মিমি × ১৩৫ মিমি। শীঘ্রই এটি বাজারে আসবে। রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরনো ৫০ টাকার নোট বাতিল হচ্ছে না। বর্তমানে বাজারে প্রচলিত, ফ্লুরোসেন্ট রঙের এবং পিছনে হাম্পির ছবি থাকা ৫০ টাকার নোট আগের মতোই বৈধ থাকবে। অর্থাৎ, নতুন ও পুরনো—দুই ধরনের নোটই লেনদেনে ব্যবহার করা যাবে।
প্রসঙ্গত, দেড় বছরেরও বেশি সময় হয়ে গেল ২০০০ টাকার নোট বাতিল হয়েছে। তবে এখনও কিছু নোট বাজারে রয়ে গেছে। RBI-এর তথ্য অনুযায়ী, ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মোট ৯৮.১৫% ২০০০ টাকার নোট ব্যাংকে ফিরে এসেছে। তবে ৬,৫৭৭ কোটি টাকা মূল্যের নোটের এখনও কোনো হদিস নেই। উল্লেখ্য, ১৯ মে ২০২৩ তারিখে RBI "ক্লিন নোট" নীতির আওতায় ২০০০ টাকার নোট প্রত্যাহারের ঘোষণা করেছিল। যদিও বেশিরভাগ নোট ইতিমধ্যে ফিরে এসেছে, তবে এখনও বাজারে কিছু অব্যবহৃত নোট রয়েছে। নতুন ৫০ টাকার নোট বাজারে এলেও পুরনো নোট অব্যাহত থাকবে। একইসঙ্গে, ২০০০ টাকার নোট পুরোপুরি ফিরিয়ে আনতে RBI-এর নজরদারি অব্যাহত রয়েছে।