নিজস্ব সংবাদদাতা: "শুধু পর্যটনের দৃষ্টিকোণ থেকে নয়, এটি (রাম মন্দির) ভারত ও নেপাল উভয়ের জন্য ঐতিহ্যের দিক থেকেও গুরুত্বপূর্ণ। ভগবান রাম দেবী সীতাকে বিয়ে করেছিলেন যাঁর জন্মস্থান নেপালের জনকপুর। তাই আমাদের (নেপাল) ঐতিহাসিক সংযোগ রয়েছে (ভারতের সাথে) সেই দৃষ্টিকোণ থেকে। আমাদের একটি খুব আবেগপূর্ণ সম্পর্কও রয়েছে", এমনটাই জানালেন নেপালের অর্থমন্ত্রী প্রকাশ এস মাহাত।