নিজস্ব সংবাদদাতা: জলন্ধর পশ্চিম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ব্যাপক ভোটে জয় পেল আমি আদমি পার্টি। মহিন্দর ভগত ৫৫,২৪৬ ভোট পেয়ে ৩৭,৩২৫ ভোটের ব্যবধানে জয় পেয়েছে।
/anm-bengali/media/post_attachments/f16a9e45-13c.png)
দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপির শীতল আঙ্গুরাল। ১৭,৯২১ টি ভোট পেয়েছেন তিনি। তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেসের সুরিন্দর কৌর। ১৬,৫৫৭ টি ভোট পেয়েছেন তিনি।
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)