নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা সিআর কেসাভান এদিন বলেন, "যখন সারা বিশ্ব আমাদের প্রধানমন্ত্রী মোদীকে একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসাবে প্রশংসা করছে, তখন ভারতের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কংগ্রেস পার্টি তাদের স্নায়বিক নেহেরু স্থিরকরণের কারণে একটি নিষ্ঠুর বিদ্বেষী ব্যক্তিত্বে পরিণত হয়েছে৷ একজনকে ভাবতে হবে পন্ডিত নেহরুর কী নিরাপত্তাহীনতা ছিল যে তিনি কখনই পূর্ণ-সময়ের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন না। গতকাল, মোদিজি ৩০০ বছরে এই প্রথম ভারতীয় হিসেবে রাশিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন। এটা আমাদের সকল ভারতীয়র জন্যে খুবই গর্বের বিষয়”।